এমটিনিউজ২৪ ডেস্ক : বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজুল (৮) ও হামজা (৫) ওই এলাকার নাঈম মোল্লার ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, বিকালে বাড়ির উঠানে খেলছিল দুই ভাই হাফিজুল ও হামজা। অসাবধাণবশত পাশের পুকুরে পড়ে যায় দুইজন। এ সময় তারা পানিতে তলিয়ে গেলে আর উঠতে পারেনি কেউ। রাত ৮টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় দুইজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। দুই সহোদরের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহতের আত্মীয় শাওন হাওলাদার বলেন, ‘একসঙ্গে দুই ভাইয়ের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি খুবই দুঃখজনক ঘটনা। পরিবার কিভাবে এই শোক সইবে? অসতর্ক থাকার কারণেই এমন ঘটনা ঘটেছে।’
মাদারীপুরের ডাসার থানার উপ-পরিদর্শক সোহাগ সাহা জানান, ‘দুই শিশুর মৃত্যুর খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ ছবি ও সূত্র : দেশ টিভি