মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৬:৪৩:৫৬

মানিকগঞ্জে ইটভাটার মালিককে ৯৫ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জে ইটভাটার মালিককে  ৯৫ হাজার টাকা জরিমানা

মোঃ সুমন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধিঃ ২৪ নভেম্বর মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরীন চৌধুরীর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর ও মানিকগঞ্জ সদর থানা পুলিশের সমন্বয়ে একটি টীম সোমবার সকাল ১১ টা হতে দুপুর ২ টা পর্যন্ত মানিকগঞ্জ সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে মানিকগঞ্জ জেলার সদর উপজেলার বুরুন্ডীঘাট এলাকার ২টি ইটভাটা (মেসার্স ন্যাশনাল ব্রিকস কর্পোরেশন ও মেসার্স ফাহিম ব্রিকস) কে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। ৫০ শতাংশ ফাঁপা ইট উৎপাদন না করার কারণে মেসার্স ফাহিম ব্রিকস এর মালিক মোঃ সাইফুল ইসলামকে ৪৫ হাজার টাকা ও মেসার্স ন্যাশনাল ব্রিকস কর্পোরেশন এর মালিক মোঃ মাজেদ-কে ৫০ হাজার জরিমানা করা হয়। দুইটি ইটভাটার মালিকই জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে বাধ্য হন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(৩) ধারা লংঘন করায় উক্ত জরিমানা করা হয়েছে। উক্ত অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। ২৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে