সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫, ১১:১৮:৩৯

সবটাই জানেন হাবুডুবু খাওয়া হাসনা

 সবটাই জানেন হাবুডুবু খাওয়া হাসনা

মানিকগঞ্জ : মোসাম্মত হাসনা আখতার। তিনি এখন নির্মাণকর্মী। মানিকগঞ্জের ডাওটিয়াতে থাকেন তিনি। রাজমিস্ত্রির কাজ করেন বছর পাঁচেক ধরে। সকাল আটটায় শুরু হয় তার কাজ। তবে দিন শুরু হয় তারও আগে। ভোর বেলায় উঠে ছেলেমেয়েদের খাবার-দাবার রান্না করে বের হন তিনি। কাজ শেষ হয় বিকেল পাঁচটায়। বাসায় ফিরতে লাগে আরো ঘণ্টাখানেক। হাসনা এ পেশায় ইচ্ছা করে আসেননি। স্বামী অন্যখানে বিয়ে করলে যোগাযোগ বন্ধ করে দেয় তার সাথে। এক ছেলে আর এক মেয়ে নিয়ে তখন হাসনা মাথা খোঁজার ঠাই আর দুবেলা খাবার কীভাবে জোগাড় করা যায় সে চিন্তায় হাবুডুবু খাচ্ছিলেন। মরিয়া হয়ে খুঁজতে লাগলেন একটা কাজ। এরপরে পরিচিতদের মাধ্যমে রাজমিস্ত্রির কাজে আসলেন তিনি। শুরুতে কিছুই পারতেন না। আস্তে আস্তে শিখে নেন রাজমিস্ত্রির সব কাজ। এখন একজন নির্মাণকর্মী হিসেবে যেসব কাজ জানা দরকার তার সবটা জানেন হাসনা। তবে আক্ষেপ করে বলছিলেন, তিনি যে কাজ করেন সেই একই কাজ তার পুরুষ সহকর্মীরাও করেন। তারপরও দিন শেষে তার মত মেয়েরা পুরুষদের চেয়ে কম বেতন পান। আবার অনেক জায়গায় মালিকরা মেয়ে বলে তাদের এ কাজে নিতে চান না। হাসিনা বলছিলেন, তাদের (পুরুষদের) শরীরে জিদ আছে আমার শরীরে নেই, তারা কাজ পারলে আমি কেন পারবো না! অনেকটা প্রতিযোগিতা করেই টিকে রয়েছেন প্রচলিতভাবে পুরুষদের এই কর্মক্ষেত্রে। নিজের একটা থাকার জায়গা, ছেলেমেয়েদের পড়াশোনা শেখাচ্ছেন আর বাবা-মাকে সাহায্য করছেন। হাসিনা বলছিলেন, এভাবেই চলছে তার দিন। সূত্র : বিবিসি ৩০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে