মা-বাবা স্টার জলসায়, ফাঁসিতে ঝুললো ছেলে
মানিকগঞ্জ প্রতিনিধি : ছেলেটির বাবা-মা মগ্ন টিভিতে ভারতীয় ষ্টার জলসার সিরিয়াল কিরণমালা দেখতে। আর দড়ি দিয়ে ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে ফাঁস লেগে মৃত্যুর কোলে ঢলে পড়লো সাত বছরের পুত্র ইমন।
এমন মর্মান্তিক ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দরিরাবাজ গ্রামে।
ইমনের বাবা শের আলী জানান, তিনি ও তার স্ত্রী পার্শ্ববর্তী বাজারে টিভির পর্দায় ভারতীয় সিরিয়াল কিরনমালা দেখতে যান। এসময় বাড়িতে ছিল বড় ছেলে ইমন ও ছোট ছেলে সুমন।
টিভি দেখার একপর্যায়ে তার ছোট ছেলে কান্নাজড়িত কণ্ঠে দৌড়ে এসে জানায়, ইমন দড়িতে ঝুলে আছে। কোনো কথা বলতে পারছে না।
খবর পেয়ে দ্রুত বাড়ি এসে তিনি দেখেন, ইমন ঘরের মধ্যে দড়িতে ঝুলে মারা গেছে। তার ধারনা, ফাঁসি ফাঁসি খেলার ছলে দড়িতে আটকে মারা গেছে সে।
সিংগাইর বাঘুলিয়া তদন্ত কেন্দ্রের এসআই আওলাদ হোসেন ইমনের পরিবারের বরাত দিয়ে জানান, দড়ি নিয়ে ফাঁস খেলতে গিয়ে এ অঘটন ঘটেছে। তার লাশ উদ্ধার করে বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম
�