মানিকগঞ্জে নাশকতার অভিযোগে ৩ জন গ্রেফতার
মোঃ সুমন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় যে কোন ধরনের ধ্বংসাত্মক ও সহিংষু ঘটনা নিবারণমূলক বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ০৩ (তিন) জনকে গ্রেফতার করেছে।
মানিকগঞ্জ সদর উপজেলার মানরা গ্রামের সৈয়দ আলী ফকিরের পুত্র জেলা বিএনপি শ্রমিকদলের সহ-সভাপিতি আশোক আলী ফকির (৫২), সিংগাইর উপজেলার দক্ষিণ মাটিকাটা গ্রামের পরশ আলী বেপারীর পুত্র মোঃ আনু বেপারী (৩০) একই এলাকার রিয়াজুলের পুত্র মোঃ লুৎফর রহমান (২৬)কে গ্রেপ্তার করা হয়। এরা দু’জনই বিএনপির কর্মী। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। শনিবার সকালে জেলা পুলিশের কার্যালয় থেকে দেয়া বিজ্ঞপ্তিতে উক্ত তথ্য জানা যায়।
১৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�