শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫, ১১:৪৭:০৫

পাটুরিয়া - দৌলতদিয়া নৌরুটে ৪ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

পাটুরিয়া - দৌলতদিয়া নৌরুটে ৪ ঘন্টা পর  ফেরি চলাচল শুরু

মোঃ সুমন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি: ঘনকুয়াশার কারণে পাটুরিয়া -দৌলতদিয়া নৌরুটে শনিবার ভোর ৫টা থেকে সোয়া ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। মাঝ নদীতে যানবাহন ও যাত্রী নিয়ে আটকে পড়েছে ৫ট ফেরি । ফেরি চলাচল বন্ধ থাকায় তীব্র শীতে ঘাটে আটকে পড়া যানবাহনের সহ¯্রাধিক যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট হয়ে দেশের দক্ষিণাঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। বিআইডব্লিউটিসির ঘাটের সহকারী ব্যবস্থাপক মো: মহিউদ্দিন রাসেল ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাঝ রাত থেকে কুয়াশা পড়তে থাকে। ধীরে ধীরে এর তীব্রতা বাড়তে থাকলে ভোর ৫টায় নৌপথ সম্পূর্ণরূপে দৃষ্টির বাইরে চলে গেলে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে ৫টি ফেরি মাঝ নদীতে নৌঙর করে থকে। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে চলাচলকারী ছোট বড় ১৬টি ফেরির মধ্যে পাটুরিয়া ঘাটে ৫টি দৌলতদিয়া ঘাটে ৬টি ফেরি যাত্রী ও যানবাহন বোঝাই করে নোঙ্গর করে থাকে বলে জানান তিনি। শনিবার সকাল সোয়া ৯ টায় ঘন কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করে। ১৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে