মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ১২:০১:৫৭

মানিকগঞ্জে মেয়রসহ দুই প্রার্থীকে জরিমানা

মানিকগঞ্জে  মেয়রসহ দুই প্রার্থীকে জরিমানা

মোঃ সুমন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে মানিকগঞ্জে মেয়রসহ দুই প্রার্থীকে ১,০০০ টাকা করে অর্থদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদ উল্লাহ। অর্থদন্ডপ্রাপ্তরা হলেন- স্বতন্ত্র মেয়র প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম এবং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সাবিহা হাবিব। বড় পোস্টার ও ডিজিটাল ব্যানার টাঙিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘের দায়ে ভ্রাম্যমাণ আদালত মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীকে এ অর্থদন্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. শহিদ উল্লাহ সাংবাদিকদের জানান, ‘নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সাদা-কালো রঙের পোস্টারের আয়তন দৈর্ঘ্য কিংবা প্রস্থ ৬০ সেন্টিমিটার এবং ৪৫ সেন্টিমিটার হতে হবে। কিন্তু আচরণবিধি লঙ্ঘন করে ওই মেয়রসহ দুই প্রার্থী নির্বাচনী এলাকায় বেশ কিছু নির্ধারিত আয়তনের চেয়ে বড় পোস্টার ও ডিজিটাল ব্যানার টাঙায়। এ খবর পেয়ে সোমবার বিকেল চারটার দিকে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে মেয়রসহ দুই প্রার্থীকে জরিমানা করা হয়েছে।’ এছাড়া, ওই পোস্টার ও ডিজিটাল ব্যানার খুলে ছিড়ে ফেলা হয়েছে। আর আচরণবিধির ৩১ ধারায় ওই মেয়রসহ দুই প্রার্থীকে সর্তক করে দেয়া হয়েছে বলেও জানান তিনি। ২২ ডিসেম্বর ২০১৫/এএমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে