শিবালয়ে সন্তান হারিয়ে বাবা-মা এখন পাগল প্রায়
মোঃ সুমন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে বাবা-মা তার বুকের ধন সন্তানকে হারিয়ে এখন প্রায় পাগল হয়ে পড়েছে। অত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজা-খোঁজি করেও তাদের সন্তানকে পাওয়া যাচ্ছেনা। পরে নিরুপায় হয়ে থানা জিডি করেছেন।
জানা যায, শিবালয় উপজেলার শিবালয় গ্রামের মোঃ গোলাপ মিয়ার কণ্যা রত্না (৯) গত ৯ ডিসেম্বর পরিবারের জরুরী প্রয়োজনে শিবালয় গরুর হাটের কাছে তাদের নিজ বাড়ি থেকে শিবালয় বাজারে যায়। কিন্ত অদ্যবদিও মেয়েটি আর বাড়ি ফিরে আসেনি। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। গত কয়েকদিন ধরে তাদের আত্মীয়-স্বজনসহ সাম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজাখোঁজি করে কোথাও মেয়েটিকে পাওয়া যায়নি। সন্তান হারিয়ে তার বাবা-মা এখন পাগলের মত হয়ে পড়েছে। মেয়েটির গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৪ ফুট, গায়ে মিষ্টি রংয়ের ছাপা ফ্রক পড়া রয়েছে। যদি কোন হৃদয়বান ব্যাক্তি মেয়েটিকে পেয়ে থাকেন তাহলে ০১৭৭৬১৮৭৮৭৭ এবং ০১৭১৫৩৮১৬৩০ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য আনুরোধ করা হলো। মেয়েটির সন্ধান দাতাকে উপযুক্ত পুরুস্কার দেয়া হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। এব্যাপারে শিবালয় থানায় একটি জিডি করা হয়েছে, জিডি নং ৫৫৪ তারিখ ১৪ ডিসেম্বর ২০১৫ ইং।
২২ ডিসেম্বর ২০১৫/এএমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�