বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫, ০৬:১৭:৩৭

মানিকগঞ্জ পৌর নির্বাচনে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ১

মানিকগঞ্জ পৌর নির্বাচনে  ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ১

মোঃ সুমন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ পৌর নির্বাচনে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে তিন মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ভোট কেন্দ্র থেকে এজেন্টেদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। সকাল সাড়ে আটটার দিকে মানিকগঞ্জ পৌর এলাকায় শহীদ তিতুমীর একাডেমী কেন্দ্রে এঘটনা ঘটে। দুপুরের পর জাল ভোট দেয়ার অভিযোগে পুলিশ নাহিদ নামে এক বালককে আটক করে। সকাল সাড়ে আটটার দিকে শহরের তিতুমীর কেন্দ্রে কয়েকশ ভূয়া ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দেয়ার চেষ্টা করে। এসময় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী গাজী কামরুল হুদা সেলিম ঐ কেন্দ্রে উপস্থিত হয়ে ভূয়া ভোটরদের চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে একজন ভূয়া ভোটরকে গাজী কামরুল হুদা সেলিম ও তার সমর্থকরা আটক করে । তাকে ছাড়িয়ে নিতে যুবলীগের এক নেতার নেতৃত্বে কয়েকজন নেতা তেড়ে আসলে দুই মেয়র প্রাথীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে আহত হয় ৫ জন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী গাজী কামরুল হুদা সেলিম অভিযোগ করে বলেন, এক যুবলীগ নেতার নেতৃত্বে আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে কয়েকশত ছাত্রলীগ কর্মী জাল ভোট দিতে থাকে। এ সম্পের্কে আওয়ামীলীগের জেলা নেতা এডভোকেট দীপক ঘোষ সাংবাদিকদের বলেন স্থানীয় লোকজন ভুয়া ভোটারদের ধরিয়ে দিলেও প্রতিবাদ জানিয়েও তেমন প্রতিকার পায়নি। এছাড়া কুশের চর, জাগীর, সুরন্ডি, মত্ত সরকারি প্রাথমিক বালক ও বালিকা বিদ্যালয় কেন্দ্র ও নবগ্রাম কেন্দ্রেও জাল ভোট দেয়ার অভিযোগ পাওয়া গেছে। দুপুরের পর পোড়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে একদল যুবক। এসময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পোড়রা ভোটে কেন্দ্রে পৌনে ৪ টার দিকে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে ধাওয়া পাল্টা হলে ২৫ মিনিট ভোট গ্রহন বন্ধ রাখে প্রশাসন । ৩০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে