শিবালয়ে মটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু
সুমন হোসাইন, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয়ে মটর সাইকেল দুর্ঘটনায় শিবালয় গ্রামের সাইদ মল্লিকের পুত্র সাইফুর রহমান কাজল (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে শিবালয় সদর উদ্দিন বিশ্বাবিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার আরিচা-উথলীর মাঝে বোয়ালী ব্রীজের কাছে সোমবার দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনাটি ঘটে। মঙ্গলবার ভোরে পথচারীরা ব্রীজের নীচে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খরব দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মটরসাইকেলটি দুমরেমুর্চে অবস্থায় রাস্তার পাশ থেকে উদ্ধার করে পুলিশ।
শিবালয় থানার ওসি রকিবুজ্জামান জানান, মটর সাইকেল দুর্ঘটনাতেই তার মৃত্যু হয়েছে। কুয়াশার মধ্যে বেপরোয়া গতিতে মটর সাইকেল চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এব্যাপারে একটি অপমৃর্তুর মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
৫ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস