মানিকগঞ্জ : পরীক্ষাকেন্দ্রে প্রথম পরীক্ষায় জ্ঞান হারালো এসএসসির এক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সৈয়দ কালু শাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে।
খাতায় প্রশ্নোত্তর লেখার সময় হঠাৎ জ্ঞান হারান শাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী। আজ সকালে বাংলা প্রথমপত্র পরীক্ষা শুরুর আধা ঘণ্টা পরই জ্ঞান হারায় সে। পরে পুলিশের গাড়িতে করে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
ওই উপজেলার বরাইদ গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে শাহিদা স্থানীয় আবদুর রহমান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
পরীক্ষার্থীর স্বজন ও শিক্ষকরা সাংবাদিকদের জানান, নির্ধারিত সময়ের আগেই শাহিদা স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে কেন্দ্রের নিজ আসনে বসে। ১০টায় পরীক্ষা শুরু হলে খাতায় প্রশ্নোত্তর লিখতে থাকে সে। আধা ঘণ্টা পরই হঠাৎ জ্ঞা হারিয়ে বেঞ্চ থেকে ঢলে পড়ে শাহিদা। তাকে উদ্ধার করে কক্ষের বাইরে এনে মাথায় পানি দেয়া হয়। পরে পুলিশের গাড়িতে করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
চিকিৎসার কিছুক্ষণ পর আবার জ্ঞান ফিরে আসে তার। এরপরই তাকে আবার পুলিশের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হয়। এরপর পরীক্ষায় অংশগ্রহণ করে সে। তবে অসুস্থতার কারণে তাকে প্রশ্নোত্তর লেখার জন্য আধা ঘণ্টা সময় বাড়িয়ে দেয়া হয় বলে জানান কক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. খন্দকার শহিদুল্লাহ জানান, গতকাল রাতে ওই পরীক্ষার্থী না খেয়ে ছিলেন। রাতে ঠিকমতো ঘুমায়নি। এ কারণেই রক্তচাপ কমে দুর্বলতায় জ্ঞান হারায় সে।
১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর