সুমন হোসাইন, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামে দু’সন্তানকে কিটনাশক (বিষ) খাওয়ানোর পর রহিমা বেগম(৩২) নামের এক মা বিষপানে আত্মহত্যা করেছেন। ছেলে আকাশ(৭)ও মেয়ে তাসলিমা আক্তার (মেঘলা) (১২) মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার রাতে এই বিষপানে আত্মহত্যার ঘটনাটি ঘটে।
নিহতের স্বজন ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, সাটুরিয়ার হরগজ গ্রামের আব্দুর রহিমের স্ত্রী দুই সন্তানের জননী রহিমা বেগম স্বামীর পরকিয়া ও নির্যাতনে অতিষ্ট হয়ে নিজে ও পরে তার দুই সন্তানকে বিষ পান (কিটনাশক ঔষধ) পান করান।
দুই সন্তান আকাশ ও মেঘলা বেঁচে গেলেও তাদের মা রহিমা বেগম বিষ খাওয়ার পরপরই ঘটনাস্থলে মারা যান। এঘটনার পর থেকে স্বামী আব্দুর রহিম ও শ্বশুর সাহেব আলী পলাতক রয়েছে।
মানিকগঞ্জ সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমান জানান, হাসপাতালে কীটনাশক পানে ভর্তি ভাই বোনকে চিকিৎসা দেয়া হয়েছে। আপাতত শংকা মুক্ত বলে জানান তিনি।
এদিকে স্বজন ও এলাকাবাসী অভিযোগ করেন, আব্দুর রহিমের পরকিয়ার আর তার উপর চলা শারীরিক নির্যাতনে অতিষ্ট হয়েই রহিমা আত্বহত্যা করেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) হাবিবুল্লাহ সরকার জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে । অভিযোগ আর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জনান।
২৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস