রবিবার, ০৬ মার্চ, ২০১৬, ০১:০৫:০৯

মানিকগঞ্জ ‘সিনটেক্স পলিমার’ ফোম কারখানায় অগ্নিকাণ্ড

মানিকগঞ্জ ‘সিনটেক্স পলিমার’ ফোম কারখানায় অগ্নিকাণ্ড

সুমন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানিকগঞ্জের গোলড়া বাসস্ট্যান্ড এলাকার ‘সিনটেক্স পলিমার’ ফোম কারখানায় অগ্নিকাণ্ডে কাঁচামাল ও কেমিক্যালের একটি গুদাম ভস্মীভূত হয়েছে।
 শনিবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডে মালপত্রের ব্যাপক ক্ষয়-ক্ষতি হলেও হতাহত হননি কেউ।
 তবে, ফায়ার সার্ভিস সদস্যরা তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ নিশ্চিত হতে পারেননি।
 এদিকে, ফায়ার সার্ভিসের অভিযানের কারণে মহাসড়কের ওই স্থানে যান চলাচল বন্ধ থাকে। অভিযান শেষে আবার স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল।
 প্রত্যক্ষদর্শী ও কারখানা শ্রমিকেরা জানায়, কারখানাটির সম্মুখ ঘরে ফোম তৈরির যন্ত্র এবং পেছনে রয়েছে কাঁচামাল ও কেমিক্যালের একটি গুদামঘর। গুদামের পাশেই কারখানা কর্মকর্তাদের খাবারের রান্নাঘর।
 সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ ওই রান্নাঘর থেকে আগুন জ্বলে উঠে পাশের গুদামে ছড়িয়ে পড়ে। প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন কারখানা শ্রমিক ও স্থানীয়রা।
 পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দুই পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে  মালপত্রসহ গুদামঘর ভস্মীভূত হয়।
 আর কারখানা প্রাচীরের পেছনে শুকুরজান বেগমের বাড়ির শুধু রান্নাঘরটিও পুড়ে যায়।
 মানিকগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মো. শাহাদত হোসেন জানান, ফায়ার সার্ভিসের মানিকগঞ্জ, ঘিওর ও ধামরাই স্টেশনের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
 মালপত্রসহ গুদাম পুড়ে গেলেও অক্ষত রয়েছে ফোম তৈরির যন্ত্র বসানো মূল কারখানাটি।
 তবে, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তে বিষয়গুলো নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।
৬ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে