সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩৪:১৯

‘আদালতে টাইম বোমা বিচারকদের বাঁচান’

‘আদালতে টাইম বোমা বিচারকদের বাঁচান’

মানিকগঞ্জ : মানিকগঞ্জের আদালতে টাইম বোমা মারা হবে, বিচারকদের বাঁচান, আদালতের বেশ কিছু জায়গায় বোমা সেট করা আছে- এমন একটি এসএমএস লিখে জেলা পুলিশ সুপার ও গোয়েন্দা কর্মকর্তা (ওসির) সরকারি মোবাইল ফোনে খুদেবার্তা পাঠিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

 
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এই খুদেবার্তা আসার পর পরই জেলা গোয়েন্দা কর্মকর্তারা ও সদর থানা পুলিশ জেলা জজ আদালত ও চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযান শুরু করেন। এসময় আদালতে আসা বিচারপ্রার্থী ও আইনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিচারকরা বিচারকাজ সাময়িক স্থগিত রেখে এজলাস ছেড়ে যান। মুহূর্তে আদালতপাড়া জনশূন্য হয়ে পড়ে।

গোয়েন্দা পুলিশ উভয় আদালতের এজলাস কক্ষগুলোয় মেটাল ডিটেক্টর দিয়ে বোমা আছে কি না তল্লাশি চালায়। প্রায় দেড় ঘণ্টা পর দুপুর ১টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। মানিকগঞ্জের গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার শাহিনুর আলম খান খুদেবার্তা পেয়ে আদালতের ভেতর ও বাইরে তল্লাশি চালানো হয় বলে জানান। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। আর খুদেবার্তা পাঠানো অজ্ঞাত ব্যক্তিকে খোঁজা হচ্ছে।
২০ মার্চ ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে