সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩৫:২৫

মাহমুদুল্লাহ ও মুশফিকের শ্বশুরবাড়িতে আনন্দের বন্যা

মাহমুদুল্লাহ ও মুশফিকের শ্বশুরবাড়িতে আনন্দের বন্যা

মানিকগঞ্জ : মানিকগঞ্জের জামাই মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের প্রশংসায় পঞ্চমুখ গোটা জেলা। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে মুগ্ধ জেলার লাখো ক্রিকেটপ্রেমী ভক্ত। ইংল্যান্ডকে পরাজিত করায় শ্বশুর বাড়ির এই জেলায় বইছে আনন্দ উল্লাস। সম্পর্কে এরা দুইজন আপন ভাইরা।


এছাড়া গতকাল জেলা শহরে বিএনপি ও জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠন আনন্দ মিছিল করেছে। বাংলাদেশ দল ইংল্যান্ডকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করায় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল।

দেখা যায়, ক্রিকেট তারকা মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের শ্বশুর বাড়ি মানিকগঞ্জ শহরের সেওতা এলাকায় হলেও তা জেলার বেশির ভাগ মানুষই জানতেন না। শহরের সেওতা এলাকার বাসিন্দা ফজলুল রহমান ভূঁইয়া ফারুকের দুই কন্যা মিষ্টি ও মন্ডি। এদের মধ্যে বড় মেয়ে  মিষ্টির সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ ও ছোট কন্যা মন্ডির সঙ্গে মুশফিকুর রহিমের বিয়ে হয়। ফজলুল রহমান ভূঁইয়া ফারুক চাকরির সুবাদে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছেন।

দেখা গেছে, মানিকগঞ্জের লাখো ক্রিকেট ভক্ত সারাদিনই ছিলেন টেলিভিশনের সামনে। রাস্তা ঘাটে চায়ের দোকানে বসানো টেলিভিশন, টিভি বেচাকেনার শোরুম  থেকে শুরু করে  বিভিন্ন  ক্লাব, বাসা বাড়ি, অফিসসহ সবখানেই ছিল  বাংলাদেশ ও ইংল্যান্ডের খেলা দেখার উন্মাদনা। তার পরও মানিকগঞ্জের দুই জামাইয়ের খেলা বলে কথা। জেলার ক্রিকেট প্রেমীদের বিশেষ আগ্রহ ছিল তাদের দিকে। এই দুই ভাইরার দুর্দান্ত ব্যাটিংয়ে মুগ্ধ শ্বশুর বাড়ির জেলার মানুষ।

শেষ পর্যায়ে যখন বাংলাদেশ জয়ের দিকে যাচ্ছিলেন তখন ক্রিটেকপ্রেমী ভক্তদের মধ্যেও ছিল টানটান উত্তেজনা। শেষ দুই বলে রুবেল যখন ইংল্যান্ডকে কুপোকাৎ করে দেয় তখন চারিদিকে চলে চিৎকার চেচামেচি। বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মুখোরিত হয়ে উঠে শহর-গ্রাম। মাহমুদুল্লাহ আর মুশফিকুর রহিমের প্রশংসায় পঞ্চমুখ গোটা মানিকগঞ্জ।

মানিকগঞ্জের সেওতা এলাকায় মাহমুদুল্লা রিয়াদ ও মুশফিকুর রহিমের শ্বশুর বাড়ি গিয়ে দেখা যায় আনন্দ ও উল্লাস। দুই নন্দিত ক্রিকেট তারকার চাচা শ্বশুর বিশেষ করে মাহমুদুল্লাহর উকিল বাবা অ্যাডভোকেট আতাউর রহমান ভূঁইয়া ফরিদ বলেন, এই দুই লড়াকু ক্রিকেটার আমার দুই ভাজতি জামাই। এই সুবাদে  এ দুজনকে নিয়ে আমরা  মানিকগঞ্জবাসী গর্ব করি। মাহমুদুল্লাহ শতরান ও রহিম ৮৯ রান করায় আমি এবং আমার পরিবার মহা খুশি। দোয়া করি ওরা যেনো আরও ভাল খেলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে।

 তিনি আরও বলেন, বাংলাদেশ ও ইংল্যান্ডের খেলা দেখার জন্য সকালে কোন রকম কোর্ট করে সোজা বাসায় চলে আসি। পুরো পরিবার নিয়ে সারাদিন টিভির সামনে বসে বাংলাদেশ দল তথা আমার দুই জামাইয়ের খেলা উপভোগ করি। চমৎকার খেলেছে দুজনই। সব মিলিয়ে দলের সবাই ভাল খেলেছে। যখন বাংলাদেশ জয়লাভ করে তখন কি যে আনন্দ হয়েছিল তা ভাষায় বুঝাতে পারবো না।

আনন্দ মিছিল: এদিকে বাংলাদেশ দল ইংল্যান্ডকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠার গৌরব অর্জন করায়  গতকাল মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। দুপুরে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানিকগঞ্জ শহরে আনন্দ মিছিল বের করে। মিছিলটি জেলা শহর প্রদক্ষিণ শেষে সুইট হেভেনের সামনে সমাবেত হয়। জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান।

এর আগে সকালে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল আনন্দ মিছিলের নেতৃত্ব দেন। এছাড়া জেলার বিভিন্ন সংগঠন শহরে আনন্দ মিছিল করেছে। -মানবজমিন
১১ মার্চ, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে