রাত ১০ টার দিকে বিশিষ্ট কলামনিস্ট, গবেষক ও পরিবেশবাদী সৈয়দ আবুল মকসুদ ও বাংলা ছায়াছবির নায়ক ফেরদৌস “লালন শাহ মধু পূর্ণিমা সাধুসঙ্গের ২ দিনব্যাপী লালন উৎসবে উপস্থিত ছিলেন।
এ সময় দরবেশ নহির শাহের কন্ঠে লালন গানের মূর্চ্ছনায় মেতে উঠে ভক্তকুল। এরপর শামসুল শাহ ও হৃদয় শাহের কন্ঠে মাত্র ২ টি গান পরিবেশন হয়।
এ সময় আয়োজক সংগঠন “পদ্মহেম ধাম লালনসাঁই বটতলার” উপদেষ্টা মোহন মাদবরের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর এলে লালন উৎসব ভেঙ্গে যায়।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে পদ্মহেম ধাম লালনসাই বটতলার উপদেষ্টা আব্দুল মান্নান কোম্পানীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন-সিরাজদিখান উপজেলার চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা কবির হোসেন, সাধারণ সম্পাদক রাসেল মাহামুদ প্রমুখ।