সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩৯:৩০

মুন্সিগঞ্জে আত্মহত্যার প্ররোচনায় যুবক আটক

মুন্সিগঞ্জে আত্মহত্যার প্ররোচনায় যুবক আটক

মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ থেকে : মুন্সিগঞ্জে ইভটিজিংয়ের কারনে স্কুল ছাত্রী শারমিন সুলতানা আত্মহত্যার দায়ের করা মামলার প্রধান আসামি বখাটে অনিক (২২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অনিক কাটাখালী গ্রামের শফিকুল ইসলাম দেওয়ানের ছেলে। মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের দেওভোগ এলাকা থেকে অনিককে গ্রেপ্তার করে পুলিশ।


এদিকে, আজ বুধবার এ রিপোর্ট লেখার সময় দুপুর দেড়টায় গ্রেপ্তারকৃত অনিককে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
মুন্সিগঞ্জ থানার ওসি আবুল খায়ের ফকির জানান, মুন্সীগঞ্জ শহরের এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী শারমিন সুলতানা (১৪) কোচিং শেষে শহর থেকে বাড়ি ফেরার পথে কাটাখালি এলাকায় বখাটে অনিক শারমিন সুলতানাকে উত্যক্ত করে। পরে নিজ বাড়ির বাথরুমের ভেতর গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে শারমিন। সে কাটাখালী এলাকার আব্দুল রবের মেয়ে। এই ঘটনায় একইদিন রাতে শারমিনের মা রহিমা বেগম বাদী হয়ে অনিককে প্রধান আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন। তিনি আরও জানান, বখাটে অনিককে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হচ্ছে।

উল্লেখ্য, এরপর গত ২৩ শে নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ইভটিজিংয়ের শিকার স্কুল ছাত্রী শারমিন সুলতানার আত্মহত্যার ঘটনায় শহরের এভিজেএম সরকাররি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ইভটিজিংর সঙ্গে জড়িত অনিককে দ্রুত গ্রেপ্তার ও সুবিবার চেয়ে শহরে মৌন মিছিল বের করে এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করে।

২৬ নভেম্বর২০১৪/এমটিনিউজ২৪/প্রতিনিধি/হাবিব

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে