শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬, ০৬:০১:৫৩

ভালুকা উপজেলা পরিষদ বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি!

ভালুকা উপজেলা পরিষদ বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি!

ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ কার্যালয় ও নির্বাহী অফিসারের (ইউএনও) বাসভবন আগামী সোমবারের মধ্যে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ইউএনওকে মোবাইল ফোনে এ হুমকি দেয়া হয়।

এ ব্যাপারে ভালুকা মডেল থানায় জিডি করা হয়েছে। ভালুকা মডেল থানা পুলিশ ও র‌্যাব-১৪ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

জিডিতে উল্লেখ করা হয়েছে, ইউএনও কামরুল আহসান তালুকদারের সরকারি মোবাইল ০১৭৩৩-৩৩৮৯০৩ নাম্বারে বুধবার বিকাল ৫টা ৩৮ মিনিটে ০১৮৩০-৮৪৫২৪০ নম্বর থেকে হুমকি দেয়া হয়। এ সময়  হুমকিদাতা তার পরিচয় গোপন রাখে।

ইউএনও কামরুল আহসান তালুকদার জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা এবং প্রাথমিক আইনগত প্রক্রিয়া গ্রহণের জন্যে ঘটনাটি গণমাধ্যমকে জানাতে বিলম্ব হয়েছে।

তিনি আরও বলেন, হুমকি দেয়ার পর ওই নম্বরে ফোন একাধিকবার ফোন করা হলেও কেউ রিসিভ করেনি।

ভালুকা মডেল থানার ওসি মামুন-অর-রশিদ জানান, হুমকি পাওয়ার পর উপজেলা পরিষদ কার্যালয় ও ইউএনও'র বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রহস্য ঘটনার উদ্ঘাটনের চেষ্টা চলছে।

১২ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে