ময়মনসিংহ : অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই বছরের শিশুকে নিয়ে পথহারা মা সুমি। সর্বস্ব খুইয়ে নেয়ায় পথ খুঁজে পাচ্ছেন না তিনি। এখন কোথায় যাবে সুমি?
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চা বিক্রেতা শাহাব উদ্দিনের আশ্রয়ে থেকে ঠিকানা খুঁজছেন তিনি। আজ শুক্রবার বিকেলে আশ্রয়দাতা শাহাব উদ্দিন তাকে থানায় নিয়ে পুলিশের সহযোগিতা চান।
শাহাব উদ্দিন জানান, তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলা চৌরাস্তা বাসস্ট্যান্ডে প্রেসক্লাবের কাছে চা বিক্রি করেন।
গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দোকান বন্ধ করার সময় দেখতে পান কিছু দূরে সড়কের ওপর এক নারী অর্ধচেতন অবস্থায় পড়ে রয়েছে।
এ অবস্থায় দুই বছরের শিশু কন্যাকে আগলে ধরে রেখেছিলেন তিনি। খোঁজ নিয়ে জানতে পারেন সিলেট থেকে ময়মনসিংহগামী নৈশকোচের যাত্রী ছিলেন ওই নারী। বাসের কন্ডাক্টর তাকে ফেলে রেখে গেছে।
শাহাব উদ্দিন জানান, এ অবস্থায় তিনি ওই নারীকে উদ্ধার করে নিজ বাড়ি ঘোষপালায় নিয়ে যান। রাতভর সেবা দিয়ে আজ দুপুরে তার জ্ঞান ফিরে আসে।
জ্ঞান ফিরলেও পুরোপুরি কোনো ঠিকানা দিতে পারেননি সুমি। এ অবস্থায় মানবাধিকারকর্মী এনামুল হক বাবুলের সহযোগিতায় আজ শুক্রবার নান্দাইল থানায় নিয়ে আসেন তিনি।
সুমি জানান, তার বাড়ি কুমিল্লার বিশ্বরোড এলাকায়। তার বাবার নাম গয়েস মিয়া। তার হৃদয় নামে এক ভাই রয়েছে।
দুই বছর আগে তার বিয়ে হয় সিলেটের কদমতলী এলাকার সিএনজিচালক বাবুল মিয়ার সঙ্গে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর বাবার বাড়ি কুমিল্লায় যাওয়ার জন্য স্বামী বাবুল তাকে একটি বাসে উঠিয়ে দেয়।
কিছুদূর আসতেই তার ভীষণ ঘুম পায়। এরপর আর কিছু বলতে পারেননি তিনি। সুমি জানান, জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি দেখতে পান তার কাছে থাকা চার হাজার টাকা, হাতের ও কানের সোনার গহনা নেই। তিনি পরিবারের কাছে যেতে ব্যাকুল হয়ে পড়েছেন।
নান্দাইল থানার ওসি আতাউর রহমান জানান, শিশুসহ মাকে তাদের ঠিকানায় পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। ঠিকানা না পাওয়া পর্যন্ত চা বিক্রেতা শাহাব উদ্দিনের আশ্রয়ে থাকবেন সুমি।
৯ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম