বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ০৯:৩৪:০৩

ডিম খাইয়ে ডিম দিবস

  ডিম খাইয়ে ডিম দিবস

ময়মনসিংহ : শিশুদের ডিম খাইয়ে বিশ্ব ডিম দিবস-২০১৫ উদযাপন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।  বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
 
মেধাবী জাতি গঠনে শিশুদের ফাস্ট ফুড ও কোমল পানীয় খাওয়ানোর পরিবর্তে প্রতিদিন একটি করে ডিম খেতে অভ্যস্ত করতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষে এ কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর সকাল সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ডিম খাইয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম জাকির হোসেন, পশুপুষ্টি বিভাগের প্রধান অধ্যাপক ড. জহিরুল হক খন্দকার, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. বজলুর রহমান মোল্লাসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং অভিভাবকরা।
 
দিবসটি পালন উপলক্ষে শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগ।  শুক্রবার সকাল ৯টায় এক বর্ণাঢ্য  র‌্যালির আয়োজন করা হয়েছে।
 
প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার বিশ্ব ডিম দিবস পালিত হয়।
 ৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে