ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে কাশেম মোল্লা (৪৫) নামে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ বদল ও যুবলীগের আহ্বায়ক আবদুল বারীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকাগুলি ছোড়ে। এখন পরিবেশ শান্ত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, বালিয়াপাড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল বারী ও আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ বাদল চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ট্রেনের টিকেট কাটা নিয়ে কিছুদিন আগে সংঘর্ষ হয়। এরই জের ধরে বুধবার সকাল ১১টায় মোল্লাবাড়ি ও নয়াবাড়ির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে মোল্লাবাড়ির কাশেম মোল্লা (৪৫) নিহত হয়। কাশেম বাদল চেয়ারম্যানের সমর্থক বলে দাবি করেছেন খোদ চেয়ারম্যান।
১৬ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম