ময়মনসিংহ থেকে : চিরনিদ্রায় শায়িত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ময়মনসিংহ নগরীর ভাটিকাশর পৌর গোরস্থানে এই মনখারাপের গাড়িচালককে শায়িত করা হয় মাটির বিছানায়।
এসময় অগণিত ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের চাপা আর্তনাদে ভারি হয়ে ওঠে নগরীর পরিবেশ। এ সময় মূর্ছা যাচ্ছিলেন বাবা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. জহিরুল হক খোকা।
এর আগে, মাগরিবের নামাজের পরপরই আঞ্জুমান ঈদগাহ মাঠে কবি শাকিলের দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় নিজের সন্তানের স্মৃতি তুলে ধরে আহাজারি করেন তারা বাবা। ঢুকরে কেঁদে তিনি বলেন, আমার সন্তানের লাশ আমার কাঁধে নিতে হবে। এর চেয়ে বড় কষ্ট আর কী হতে পারে। তখন শোকার্ত মানুষের ভিড়ে সেখানে সৃষ্টি হয় এক জনারণ্যের।
বিকেল ৪টায় সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য শাকিলের মরদেহ নগরীর টাউনহল মাঠে নিয়ে যাওয়া হয়। বাদ মাগরিব আঞ্জুমান ঈদগাহ মাঠে জানাযা শেষে পৌনে ৭টার দিকে ভাটিকাশর পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়। এসময় জনসমুদ্রে পরিণত হয় টাউনহল মাঠসহ আশপাশের এলাকা।
৭ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস