ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে কবুতর পালনের পক্ষ-বিপক্ষ নিয়ে ফুলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর অভিযোগ দায়ের করেন তারা।
জানা গেছে, ফুলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ তাওহীদ আল-ফেরদৌসী বাসা সংলগ্ন খামারে শান্তি ও সৌন্দর্যের প্রতীক হিসেবে প্রায় ৩০ জোড়া কবুতর পালন করছেন।
তার অভিযোগ, পাশের বাসার একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমদাদুল হক সবুজ ও তার স্ত্রী প্রতিহিংসার বশবর্তী হয়ে বিষ প্রয়োগে প্রায়শই কবুতর হত্যা, উত্ত্যক্তকরণ, কবুতর পালন বিরোধী প্রচারণা ও কটূক্তি করছেন।
এ নিয়ে গত ৪ ডিসেম্বর শিক্ষক এমদাদুল হক সবুজ ধারালো অস্ত্র নিয়ে মোহাম্মদ তাওহীদ আল-ফেরদৌসীকে ধাওয়া করেন বলে তিনি অভিযোগ করেন।
এসবের বিচার চেয়ে তাওহীদ আল-ফেরদৌসী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউএনও বরাবর বৃহস্পতিবার একটি অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে এমদাদুল হক সবুজ ইউএনও বরাবরে অভিযোগে জানান, কবুতর পালনে বাসায় বসবাসের পরিবেশ বিনষ্ট হয়েছে। কবুতর উড়ে যাওয়ার সময় পালকসহ অন্যান্য ময়লা ঘরে ঢুকছে।
এছাড়াও কবুতরের বিষ্টার দুর্গন্ধে ঘরে থাকা কষ্টকর হয়ে পড়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে কবুতর পালন কমিয়ে আনতে বলা হলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
১৫ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম