ময়মনসিংহ থেকে : বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কোনও কারণ নেই। বিএনপির মরা গাঙে জোয়ার আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিতে এক নেতা আরেক নেতাকে সন্দেহ করেই চলেছে, তারা আন্দোলন করবে কী করে।’ এসময় মন্ত্রী ছন্দ করে বলেন, ‘বিএনপির আন্দোলন এই বছর- না ওই বছর, আন্দোলন হবে কোন বছর?’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,‘দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দলের কর্মী কমে যাচ্ছে। তাই নেতা বানানোর কারখানা না করে, কর্মী বানানোর কারখানা সৃষ্টি করতে হবে।’
জনপ্রতিনিধিদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,‘জনপ্রতিনিধিদের জমিদারি আচরণ ত্যাগ করে জনগণের ভালোবাসার মানুষ হয়ে ওঠতে হবে। অন্যথায় ক্ষমতা চলে গেলে জনগণ এর জবাব দেবে। খাই খাই ভাব পরিত্যাগ করতে হবে। দলে প্রবেশকারী মৌসুমি পাখিরা সংশোধন হয়ে যান। না হলে আওয়ামী লীগে থাকার কোনও অধিকার নেই আপনাদের।’
২০ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস