রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭, ১২:৪৩:৩৭

ফুলবাড়ীয়ায় স্বামী-স্ত্রীকে মাথা ন্যাড়া করে জুতারা মালা!

ফুলবাড়ীয়ায় স্বামী-স্ত্রীকে মাথা ন্যাড়া করে জুতারা মালা!

ফুলবাড়ীয়া থেকে: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের হাতিলেইট বিলপাড়া গ্রামে এক দম্পতিকে মাথা ন্যাড়া করে মারধর করে জুতার মালা পরিয়ে শাস্তি দিয়েছে গ্রামের মাতব্বররা। শুধু এখানেই শেষ নয়, ওই দম্পতিকে একঘরে করে রাখা হয়েছে, যাতে করও সাথে মিশতে না পারে তার বন্দোবস্ত করা হয়েছে। একই সাথে ৪০ হাজার টাকা সোমবারের মধ্যে পরিশোধ না করলে গ্রাম ছাড়া করা হবে তাদের।
 
গত বুধবার দিনগত রাতে ফুলবাড়ীয়া উপজেলা রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতিলেইট গ্রামের বিল পাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনাটি প্রকাশ হওয়ার পর ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। জনপ্রতিনিধিরাসহ বিভিন্ন সংগঠনের নেতারা দোষীদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
 
জানা গেছে, হাতিলেইট গ্রামের এক ব্যক্তির স্ত্রীর নামে অপবাদ দিয়ে ওই গ্রামের চন্দন বর্মণ, রূপচান, নরেন, পাইলট, পরেশ, কালি মহন বর্মণসহ আরো কয়েকজন মাতব্বর সালিস ডাকে। দীর্ঘ সালিসে অপবাদের সত্যতা পাননি মাতব্ববরা। তবুও সালিসের রায় অনুয়ায়ী ওই দম্পতিকে জুতাপেটা, উভয়ের মাথা ন্যাড়া করা ও জুতার মালা পরানোসহ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার ৪০ হাজার টাকা সোমবারের মধ্যে না দিলে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছে মাতব্ববরা। পরিবারটি প্রায় সামাজিকভাবে একঘরে। বাড়ির বাইরে গেলে অনুমতি নিতে হচ্ছে।

সালিসের এক মাতব্বর নবীন বর্মণ বলেন, পাশের গ্রামের এক ব্যক্তির সঙ্গে লক্ষ্মী রানীর সম্পর্ক থাকার কারণে তার স্বামী ও শ্বশুরকে জানিয়েছি। তারা কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের নিয়ম অনুযায়ী তাদের বিচার এবং জরিমানা করা হয়েছে। সালিসে অবৈধ সম্পর্কের বিষয়টি প্রমাণিত হয়নি, তাহলে কেন এমন শাস্তি দেওয়া হলো জানতে চাইলে তিনি বলেন, সম্পর্কর বিষয়টি আমরা শুনেছি।

ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজিব বলেন, সালিসে স্বামী-স্ত্রীকে নির্যাতনের ঘটনায় কোনো অভিযোগ পাইনি। শনিবার ঘটনার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৬ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে