ময়মনসিংহ থেকে : স্বভাবসুলভ ভঙ্গিতে বক্তব্য দেওয়ার কারণে দেশের মানুষের কাছে জনপ্রিয় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ত্রিশালে আজ বক্তব্যের এক পর্যায়ে বলেই দিলেন, ‘মন ভালো নেই আজ। আকাশের মতো মনটা খুব মেঘাছন্ন।’
বুধবার (১৯ এপ্রিল) ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতি উপস্থিত শিক্ষার্থী ও সুধীজনদের উদ্দেশে একথা বলেন। অনুষ্ঠান সমাবর্তন বক্তা ছিলেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহীত উল আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান বক্তব্য রাখেন।
রাষ্ট্রপতি বলেন,‘আমি কিশোরগঞ্জের হাওরপাড়ের মানুষ। আপনারা নিশ্চয়ই জানেন, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জসহ দেশের নানান হাওর এলাকায় প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে। গত কয়েকদিন আগে আকস্মিক বন্যায় ওই সব এলাকার বোরো ধান তলিয়ে গেছে। সেই ধান পচে এখন মাছ মরে যাচ্ছে। আমি সেখানকার ধ্বংসলীলা আর কৃষকদের হাহাকার সরেজমিনে দেখে এসেছি। আজও আবহাওয়া খারাপ। ত্রিশালে এসে বৃষ্টি-বাতাসের এমন আবহাওয়া দেখে মন চুপসে গেছে।’
মো. আব্দুল হামিদ বলেন, ‘বাণিজ্যিকীকরণ শিক্ষার গুণগত মানকে ব্যাহত করাসহ মেধা বিকাশের পথকে বাধাগ্রস্থ করে। তাই শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করতে হবে। বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক। তাই আমাদের শিক্ষার্থীদের আর্ন্তজাতিক মানে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। এখানে প্রতিটি শিক্ষার্থী যাতে নির্ধারিত পাঠ্যসূচির বাইরেও সমসাময়িক বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন করতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তা নিশ্চিত করতে হবে।’
রাষ্ট্রপতি বলেন, ‘নজরুলের সঙ্গে ত্রিশালের ছিল গভীর সম্পর্ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক চেষ্টা ও আগ্রহে ১৯৭২ সালের ২ মে কাজী নজরুল ইসলামকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়। বঙ্গবন্ধু কবি ও তার পরিবারের সদস্যদের জন্য ধানমন্ডিতে একটি বাড়ি বরাদ্দ দেন। বঙ্গবন্ধু ওই বাড়িটির নামকরণ করেন ‘কবি ভবন’ হিসেবে। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়েছেন বঙ্গবন্ধু।’
১৯ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস