ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের তেজপাটুলী গ্রামে গোয়াল ঘরে শিয়ালের কামড়ে ক্ষত-বিক্ষত মরিয়মের চিকিৎসা চলছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আগের চেয়ে তার শারিরীক অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে। এদিকে, গতকাল সোমবার রাতে নিজবাড়ি থেকে পুলিশ বিধবার বড় ছেলে মোখলেছুর রহমানকে গ্রেফতার করেছে।
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার নিজে শিয়ালের কামড়ে ক্ষত-বিক্ষত শতবর্ষী বিধবা মরিয়মের বাড়িতে গিয়ে তাকে গোয়াল ঘর থেকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ীয়া হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
উপজেলা নির্বাহী অফিসাসর লীরা তরফদার জানান, অসহায় বৃদ্ধার শারিরীক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। ডাক্তাররা বলেছেন তার শারীরিক সুস্থতা ফিরে আসতে আরও ১৫ দিন সময় লাগবে। বিষয়টির প্রতি তার বিশেষ নজর আছে বলেও জানান তিনি।
ফুলবাড়ীয়া থানার ওসি তদন্ত আবুল খায়ের বিধবার বড় ছেলেকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, বাকি দুই ছেলেকেও গ্রেফতারের চেষ্টা চলছে। তারা গাঁ-ঢাকা দিয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস