 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
ময়মনসিংহ থেকে: জুমার নামাজের পূর্ব মুহূর্তে মসজিদ ঝাড়ু দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন তাবলীগ জামায়াতের সাথী (মুসুল্লী) আজিজুল হক (৬৫)।
শুক্রবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের কাউরাট নূতন বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।
তিনি শরীয়তপুর সদর উপজেলার আঙ্গুরিয়া ইউনিয়নের আবদুল করিম মাদবরের পুত্র।
এক চিল্লা (৪০ দিন সময়) দেওয়ার উদ্দেশ্যে ৯ জুলাই আল্লাহর রাস্তায় তাবলীগ জামায়াতের সাথী হন।
জামাতের জিম্মাদার হযরত মাওলানা আব্দুল হালিম জানান, সকালের বয়ান শেষে দুপুর ১২টার দিকে জুম্মার নামাজের প্রস্তুতির জন্য মসজিদ ঝাড়ু দেওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। তিনি রোজাও ছিলেন। এক চিল্লার ৫দিন মেহনত করেন।
কাউরাট ঈদগাহ ময়দানে আছরের নামাজের পর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন জামাতের জিম্মাদার হযরত মাওলানা আব্দুল হালিম।
উপজেলা জিম্মাদার আব্দুল গফুর মাস্টার বলেন, এমন বিদায় আমরা প্রার্থনা করি কিন্তু পাই না। এ সাথী ভাই শুক্রবারে জুম্মার নামাজের প্রস্তুতির সময় রোজাদার অবস্থায় মসজিদেই আল্লাহর রাস্তায় বিদায় নিলেন।
নামাজের পূর্ব মুহূর্তে বয়ান দেন মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মো. রিয়াদুজ্জামান রিয়াদ। মরহুমের দুই নাতি মো. দেলোয়ার হোসেন ও আব্দুর রহমানের নিকট লাশ হস্তান্তর করেন ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ ও উপজেলা জিম্মাদার আব্দুল গফুর মাস্টার।
মরহুমের নাতি মো. দেলোয়ার হোসেন জানান, আজিজুল হক আঙ্গুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাত-নাতীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সন্ধ্যা ৭টায় মৃতের লাশ নিজবাড়ির উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স যোগে নিয়ে যান তার আত্মীয়-স্বজনরা।
১৪ জুলাই ২০১৭/এমিটিনউজ২৪ডটকম/আ শি/প্রতিনিধি