নিউজ ডেস্ক: ময়মনসিংহের নান্দাইলে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে নির্যাতন ও হয়রানির অভিযোগ উঠেছে মাধ্যমিক বিদ্যালয়ের নয় ছাত্রের বিরুদ্ধে। দোষী ছাত্রদের বিচার দাবি করেছেন ওই ছাত্রীর শিক্ষক, পরিবার ও পাড়ার লোকজন।
২৩ অক্টোবর সোমবার উপজেলার দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা দিতে এসে ওই ছাত্রী যৌন হয়রানির শিকার হন বলে জানা গেছে।
দশম শ্রেণির নয় ছাত্রের বিরুদ্ধে এ অভিযোগের বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে জানানো হয়েছে বলে জানিয়েছেন দিলালপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন।
স্থানীয় ও যৌন হয়রানির শিকার ওই শিশুর পরিবারের বরাত দিয়ে তিনি জানান, সোমবার দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা দিতে আসেন ওই ছাত্রী (১২)।
পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে শিশুটিকে রাস্তায় আটকে যৌন হয়রানি করেন ওই প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দিলালপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির নয় ছাত্র।
দুই সহপাঠীকে নিয়ে নিজের বিদ্যালয়ে গিয়ে এক শিক্ষককে ঘটনাটি জানায় ওই ছাত্রী। পরে ওই ছাত্রীর যে বিদ্যালয়ে পড়েন তার শিক্ষক, পাড়ার লোকজন, পরিবারের সদস্যরা গিয়ে প্রধান শিক্ষক রুহুল আমীনের কাছে দোষী ছাত্রদের বিচার দাবি করেন।
বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে জানানো হলে আগামী ২৬ অক্টোবর বৃহস্পতিবার সালিস ডেকেছেন। অভিযুক্তদের মধ্যে সাতজন এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।
আরও জানা গেছে, এর আগেও অভিযুক্তরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এদের মধ্যে চার-পাঁচজনকে বিদ্যালয় থেকে একাধিকবার বহিষ্কারও করা হলেও অভিভাবক ও এলাকাবাসীর চাপে তাদের রাখা হয়েছে।
২৪ অক্টোবর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর