এবার শিশু ফরহাদ হত্যায় ৬ জনের ফাঁসি
ময়মনসিংহ প্রতিনিধি : এবার জেলার মুক্তাগাছায় শিশু ফরহাদ হত্যা মামলায় ৬ জনের ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক।
সোমবার দুপুরে ময়মনসিংহ ২য় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জহিরুল ইসলাম কবীর এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মুক্তাগাছা উপজেলার ১০নং খেরুয়াজানি ইউনিয়নের খেরুয়াজানি গ্রামের সাহেব আলী (৩৫), আব্দুল কুদ্দুস (৬০), ইব্রাহিম (৫৫), আব্দুল মজিদ মধু (৭০), মোন্তাজ আলী (৬০) ও জুয়েল (৩৫)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নাম কমলা খাতুন (৫০)।
রায়ের বিবরণে জানা যায়, জমি-সংক্রান্ত ও এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি ইউনিয়নের খেরুয়াজানি গ্রামের আইয়ুব আলীর সঙ্গে আসামিদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে ২০১০ সালের ৭ মে আসামিরা আইয়ুব আলীর শিশুপুত্র ফরহাদকে হত্যা করে লাশ কলা পাকানোর গর্তে পুঁতে রাখে। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন শিশু ফরহাদের গলিত মরদেহ গর্ত থেকে উদ্ধার করে।
পরে ফরহাদের বাবা আইয়ুব আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় ১২-১৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।
ছেলে হত্যার দায়ে আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণা করায় বাবা আইয়ুব আলী সন্তোষ প্রকাশ করেছেন।
৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম
�