নিউজ ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রধান শিক্ষক মারূফ আহমেদের প্রতারণায় অর্ধশতাধিক এসএসসি পরীক্ষার্থীরা প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা না দিতে পারায় রাস্তা অবরোধ করে।
জানা যায় রৌহা মারুফ আহমেদ স্কুল, উথুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৫০ জন পরীক্ষার্থী প্রবেশ পত্র না পাওয়া পরীক্ষা দিতে না পেয়ে পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথেই গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল কেন্দ্রের সামনে রাস্তা পরীক্ষার্থী ও অভিবাবকরা অবরোধ করে রাখে।
এই সময় কেন্দ্র পরিদর্শনে আসা গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ শামীম আহমেদ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এই রিপোর্ট লিখার সময় ও অবরোধ চলছে।
রৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারূফ আহমেদ তার মোবাইল ফোন বন্ধ রাখায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্র্মকর্তা ডাঃ শামীম রহমান বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছর এসএসসি পরীক্ষার সময় সাবেক রৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারূফ আহমেদ এই রকম অপকর্ম করলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়না।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস