শনিবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:৫৯:৫৯

মহাজোট নিয়ে অচিরেই সিদ্ধান্ত : এরশাদ

মহাজোট নিয়ে অচিরেই সিদ্ধান্ত : এরশাদ

ময়মনসিংহ থেকে : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আগামী নির্বাচনে জোটগতভাবে নাকি জাতীয় পার্টি একাই অংশ নেবে এ বিষয়ে পার্টি খুব দ্রুতই সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যে আমরা ৩০০ আসনেই প্রার্থী প্রস্তুত করেছি।’

গতকাল বিকালে ময়মনসিংহ সদর উপজেলার চর খরিচা এলাকায় একটি ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপিসহ দলের সিনিয়র নেতা ও কর্মীরা।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সহায়ক সরকার বলে কিছু নেই। আমরা সংসদে যে সংবিধান পাস করেছি সেই সংবিধান মোতাবেকই নির্বাচন হবে।’

খালেদা জিয়ার রায় নিয়ে জাতীয় পার্টির ভাবনা সম্পর্কে জানতে চাইলে এরশাদ বলেন, ‘বেগম জিয়া আমাকে জেলে রেখেছেন ছয় বছর। তখন দুটি নির্বাচনই জেল থেকে করেছি। আমার দলও সে নির্বাচনগুলোয় অংশ নিয়েছে। আমরা নির্বাচনমুখী দল, নির্বাচন না করে সরকার পরিবর্তন করা যায় না।’

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে