বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫, ০৮:৪৬:১১

বাকৃবিতে ফার্মস্টাকচার এন্ড ইনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগে নতুন বিভাগীয় প্রধান

 বাকৃবিতে ফার্মস্টাকচার এন্ড  ইনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং  বিভাগে নতুন বিভাগীয় প্রধান

শাহীন আখতার ,বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি ) কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ফার্ম স্টাকচার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন বিভাগীয় প্রধান হলেন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। আগামী দু’বছর তিনি ওই বিভাগীয় প্রধানের দায়িত্বে বহাল থাকবেন বলে জানা গেছে। অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বাকৃবি থেকে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ থেকে স্নাতক, ফার্ম স্টাকচার বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী নেন। পরে তিনি ২০০৮ সালে বেলজিয়ামের গেন্ট ইউনিভার্সিটি থেকে দ্বিতীয়বার স্নাতকোত্তর ডিগ্রী নেন। এরপর তিনি ইউনির্ভাসিটি অফ টেকনোলজি সিডনি (ইউটিএস) থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। এর আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব হলের হাউজ টিউটর হিসাবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তি জীবনে ড. মো. আনোয়ার হোসেন দুই পুত্র সন্তানের জনক। ২৫ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে