মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮, ০২:১১:৩৬

ছাত্রদের দিয়ে নিজ জমির ধান কাটালেন শিক্ষক, ছাত্রীদের বাড়িতে এনেছেন রান্নার জন্য

ছাত্রদের দিয়ে নিজ জমির ধান কাটালেন শিক্ষক, ছাত্রীদের বাড়িতে এনেছেন রান্নার জন্য

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে স্কুলছাত্রদের দিয়ে নিজের জমির ধান কাটানোর অভিযোগ পাওয়া গেছে এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে। ছাত্রদের দিয়ে নিজ জমির ধান কাটালেন শিক্ষক আর ছাত্রীদের বাড়িতে এনেছেন রান্নার জন্য।
 
অভিযুক্ত শিক্ষক ময়মনসিংহের গৌরীপুর পাছার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আর ছাত্র-ছাত্রীরা সবাই পাছার উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে পড়াশোনা করে।

এলাকাবাসী ও অভিভাবকদের অভিযোগ, এলাকায় প্রতি কাঠা জমিতে ধান কাটা ও মাড়াই করতে প্রায় এক হাজার ৫০০ টাকা খরচ হয়। টাকা বাঁচাতেই শিক্ষার্থীদের দিয়ে নিজের জমির ধান কাটাচ্ছেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, সহনাটি ইউনিয়নের রাইশিমুল গ্রামে। তিনি পাছার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক। এদিকে, সোমবার দুপুরে রাইশিমুল গ্রামে ওই শিক্ষকের বাড়িতে গিয়ে দেখা যায়, ৬/৭ জন ছাত্রী দুপুরের রান্নার আয়োজনে ব্যস্ত সময় কাটাচ্ছে। আর বাড়ির সামনের ধান ক্ষেতে প্রখর রোদের মধ্যে ছাত্রদের একটি দল ধান কাটছে। আরকটি দল সেই ধানের বোঝা মাথায় নিয়ে ওই শিক্ষকের বাড়ির উঠানে নিয়ে আসছে মাড়াই করার জন্য।

এসময় সাংবাদিকরা ধান কাটার ছবি তুলতে গেলে ছাত্ররা ধান কাটা ফেলে ছোটাছুটি করে পালিয়ে যেতে শুরু করে। পরক্ষণেই ওই শিক্ষক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আবারো ছাত্রদের ধান ক্ষেতে নিয়ে আসে কাজ করানোর জন্য। পরে ছাত্রদের দলটি সাংবাদিক ও গ্রামবাসীর সামনেই জমির কাটা ধান মাথায় বোঝাই করে ওই শিক্ষকের বাড়িতে নিয়ে আসতে থাকে।

পাছার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আরশাদুল হক বলেন, ‘গত দুদিন ধরে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কম। পরে জানতে পারি, শিক্ষার্থীরা স্কুল ফাঁকি দিয়ে এক প্রাথমিক স্কুলশিক্ষকের জমিতে ধান কাটছে। যেসব শিক্ষার্থী ধান কাটছে তাদের অধিকাংশই উচ্চবিত্ত পরিবারের সন্তান। কিন্তু কেন তারা পরের জমিতে ধান কাটছে, বিষয়টি আমার বোধগম্য নয়।’

এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম বলেন, ‘শিক্ষার্থীদের দিয়ে ধান কাটানোর বিষয়টি শোনেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

যোগাযোগ করা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের দিয়ে ধান কাটানোর বিষয়টি খোঁজ নিচ্ছি। স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন এ বিষয়ে বলেন, ‘যে স্কুলের শিক্ষার্থীরা ধান কাটায় অংশগ্রহণ করেছে ওই স্কুল কর্তৃপক্ষ যদি লিখিত অভিযোগ দেয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে