মঙ্গলবার, ২৮ মে, ২০১৯, ০৫:৪৬:৫৫

রাস্তায় ফেলে যাওয়ায় সেই বৃদ্ধা মায়ের কাছে ক্ষমা চেয়ে ভরণপোষণের দায়িত্ব নিলেন ৩ ছেলে

রাস্তায় ফেলে যাওয়ায় সেই বৃদ্ধা মায়ের কাছে ক্ষমা চেয়ে ভরণপোষণের দায়িত্ব নিলেন ৩ ছেলে

নিউজ ডেস্ক: গফরগাঁও থানার পক্ষ থেকে বৃদ্ধা মাকে ঈদ উপহার হিসাবে নতুন শাড়িসহ ঈদ সামগ্রী দেয়া হয়। - ছবি : নয়া দিগন্ত
ময়মনসিংহের গফরগাঁওয়ে উথুরী গ্রামে হাজেরা বেগম (৮০) নামে এক বৃদ্ধা মাকে পাষন্ড ছেলেরা মারধর করে খোলা আকাশের নিচে ফেলে রাখার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরবর্তীতে বৃদ্ধা মাকে থানা পুলিশ, গ্রাম পুলিশ, ইউপি সদস্যসহ স্থানীয় লোকজনের সহযোগিতায় উথুরী গ্রাম থেকে এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উক্ত বৃদ্ধা মায়ের তিন ছেলে গফরগাঁও থানায় এসে বৃদ্ধা মায়ের কাছে ক্ষমা চেয়ে ভরণপোষনের দায়িত্ব নেন।

এদিকে গফরগাঁও থানার পক্ষ থেকে বৃদ্ধা মাকে ঈদ উপহার হিসাবে নতুন শাড়িসহ ঈদ সামগ্রী দেয়া হয়। এসময় গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খান, গফরগাঁও ইউপি চেয়ারম্যান সামছুল আলম খোকন, উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন রিপন, সমাজসেবক আবুল কাশেমসহ পুলিশ কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে