ময়মনসিংহ: ছাগল চুরির কথা সবাই শুনেছেন। কিন্তু প্রাইভেটকারে ছাগল চুরির বিষয়টি হয়ত একটি নতুন আইডিয়া। আর এই আইডিয়াকে কাজে লাগাতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে এক চোর।
ময়মনসিংহের ফুলবাড়িয়ার লক্ষ্মীপুর বাজার সংলগ্ন ইটভাটা নামক স্থানে এ ঘটনা ঘটেছে। আটক ব্যক্তির নাম আছিব-বিল্লাহ তুহিন। তিনি ময়মনসিংহ শহরের আকুয়া চৌরঙ্গীর মোড় এলাকার শাজাহান সিরাজের ছেলে।
লক্ষ্মীপুর গ্রামের চৌকিদার আক্কাস আলী বলেন, রোববার দুপুরে উপজেলার দেওখোলা ইউনিয়নের লক্ষ্মীপুর বাজার সংলগ্ন পাকা সড়কের পাশে একটি সাদা রঙের প্রাইভেটকার থামে। গাড়ি থেকে নেমে এক লোককে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে ঘাস খাওয়া অবস্থায় একটি ছাগল কোলে করে প্রাইভেটকারে তুলতে দেখি।
দূর থেকে এই দৃশ্য দেখে কাছে গিয়ে ছাগলটি গাড়িতে ওঠানোর কারণ জানতে চাই। এ সময় সে উল্টাপাল্টা কথা বলে আমাকে মারতে আসে। অবস্থা বেগতিক দেখে আশপাশের কয়েকজনকে ডেকে আনি। তাদের সঙ্গে আসেন ছাগলের মালিক মেহেদী হাসানও। তিনি এসে তার ছাগলটি শনাক্ত করেন। তখনও ছাগলটি গাড়ির ভেতরেই ছিল।
এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, প্রাথমিক জিঞ্জাসাবাদে সে ছাগল চুরির কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলা হবে।