ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আকাশ থেকে বসতঘরের ওপর ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কালো পাথর পড়েছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গতকাল বুধবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর পূর্বপাড়া গ্রামে ইদ্রিছ আলী খানের টিনশেডের চৌচালা বসতঘরের বারান্দার ওপর পাথরটি পড়ে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে কালো রঙের পাথরটি ঘরের ওপর পড়ে বিকট শব্দ হয়। টিনের চালা ছিদ্র হয়ে পাথরটি মাটিতে দেবে যায়। এলাকার মানুষ পাথরটি উদ্ধার করে ৯৯৯ নাম্বারে ফোন করলে থানা থেকে এসআই ছায়েদুর রহমান রাতেই ঘটনাস্থল থেকে কালো রঙের পাথরটি উদ্ধার করে নিয়ে যান। পাথরটি কষ্টিপাথরের নয় বলে বৃহস্পতিবার (২৫ জুলাই) পুলিশ নিশ্চিত করেছে।
তবে পাথরটি নিয়ে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ। আকাশ থেকে পড়া কালো পাথর নিয়ে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানার ওসি ফিরোজ তালুকদারের কাছে জানতে চাইলে তিনি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।