নিউজ ডেস্ক : গতকাল রবিবার রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের দূর্গম পয়তু পাড়ায় স'ন্ত্রাসীদের সঙ্গে গু'লি বিনিময়ের ঘটনায় নি'হত সেনা সদস্য মো. নাসিমের (১৯) বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। মুক্তাগাছার তারাটি পূর্বপাড়ার বাসিন্দা কৃষক বিল্লাল হোসেনের ছেলে নাসিমের মৃ'ত্যুর খবর পাওয়ার পর পরিবারে চলছে শো'কের মাতম।
এদিকে নাসিমের স্বজনরা জানায়, আজ সোমবার দুপুরে নাসিমের মর'দেহ নিয়ে আসা হবে। পরে তারাটি পূর্বপাড়া প্রাইমারি স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
গতকাল সকালে রাজস্থলী আর্মি ক্যাম্পের দক্ষিণে পোয়াইতুমুখ এলাকায় সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দলের ওপর স'ন্ত্রাসীরা অতর্কিতভাবে গু'লিব'র্ষণ করে পালিয়ে যায়। এতে নাসিম নামে এক সেনাসদস্য গু'লিবি'দ্ধ হয়ে গু'রুতর আহ'ত হন।
এরপর আ'হত সেনাসদস্যকে তাৎক্ষণিক হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃ'ত্যুবরণ করেন।