ময়মনসিংহ: দিনমজুরের বেশে লুঙ্গি গামছা পড়ে ঢাকার সাভার থেকে স্ত্রীকে হ'ত্যার দায়ে আলমগীর নামে একজনকে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালী থানার পুলিশ। কল্পনা হ'ত্যা মামলার তদন্ত কর্মকর্তা ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের এসআই নিরূপম নাগ ও মিনহাজ উদ্দিন দিনমজুর ছদ্মবেশে তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে সাভারে আগে থেকেই দিনমজুরের বেশে লুঙ্গি গামছা পড়ে ওত পেতে থাকা পুলিশ আলমগীর কৃষিকাজ করতে গেলে তাকে গ্রেফতার করে।
এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) আলমগীরকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। পরে ওই দিন রাতে ঢাকার মুগ্ধা থেকে আলমগীরের ভাইকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে আলমগীরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, সদরের বুরোরচরের কল্পনা আক্তারের সাথে বিয়ে হয় আলমগীরের। বিয়ের কয়েকদিন পর কল্পনা জানতে পারেন তার স্বামী আলমগীর আগে আরেকটি বিয়ে করেছেন। তার স্ত্রী এখনো আছে।
আলমগীরের আগের স্ত্রী থাকার খবর জানতে পেরে কল্পনা তার সংসার করবে না বলে তার পিত্রালয়ে চলে আসেন এবং তাকে তালাক দিতে বলেন। কিন্তু, আলমগীর কল্পনাকে ডিভোর্স দিবে না। এ নিয়ে কল্পনার সাথে আলমগীরের ঝগড়া বিবাধের সৃষ্টি হয়। এক পর্যায়ে আলমগীর ক্ষি'প্ত হয়ে কল্পনাকে হ’ত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা হয়। চাঞ্চ'ল্যকর মামলাটির তদন্তভার দেন এসআই মিনহাজ উদ্দিনের উপর।
এদিকে স্ত্রীকে হ'ত্যা করে আলমগীর বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে বলে পুলিশ জানতে পারে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিনহাজ তথ্য-প্রযুক্তির মাধ্যমে জানতে পারে আলমগীরের এক ভাই ঢাকায় থাকে এবং তার সাথে নিয়মিত যোগাযোগ আছে আলমগীরের। পরে পুলিশ দিনভর অভিযান শেষে রাতে ঢাকার মুগ্ধা থেকে আলমগীরের ভাইকে পুলিশ আটক করে। আটক আলমগীরের ভাইয়ের মাধ্যমে পুলিশ জানতে পারে। সে ঢাকার সাভাবে ১ম স্ত্রীর সাথে বসবাস করছে।
তার ভাই পুলিশকে আরও বলেন, আলমগীর হাতে কোন টাকা নেই। গত কয়েক দিন যাবত তার কাছে টাকা ধার চেয়ে আসছে। পুলিশ তার ভাইয়ের মাধ্যমে বিকাশে টাকা পাঠাবে বলে আশ্বাস প্রদান করে আলমগীরের ভাই।
আটক আলমগীরের ভাই তার সাথে মোবাইলে কথা বলে একটি বিকাশ নাম্বার দিতে বলে এবং টাকা পাঠানোর পরে তার স্ত্রীকে দিয়ে ওই টাকা নিয়ে যেতে বলেন। এর আগে পুলিশ বিকাশ নাম্বারটি কোন জায়গার, দোকান ও দোকান মালিকের নাম ঠিকানা সংগ্রহ করে এবং পুলিশ না আসা পর্যন্ত পাঠানো টাকা না দিতে অনুরোধ করে।
আলমগীরকে বিকাশে পাঠানো টাকা উঠাতে যায় তার প্রথম স্ত্রী। এ সময় আলমগীরের প্রথম স্ত্রীকে আটক করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে আলমগীরে স্ত্রী বলেন, আলমগীর সাভারেই রয়েছে। আটককৃতদের সাথে নিয়ে পুলিশ অভিযানে গেলে আলমগীর প্রথমে পালিয়ে যায়। এরই মাঝে রাত পেরিয়ে সকাল হয়ে যায়।
তার স্ত্রী আরও বলেন, আলমগীর সকালে কোন জমিতে কাজ করতে আসবে। পুলিশ আগে থেকেই দিনমজুর সেজে গামছা-লুঙ্গি পড়ে পাশের জমিতে কাজ করতে যায়। অবশেষে পুলিশ কৃষকের মত গামছা-লুঙ্গি পরে অপর সহযোগী কৌশলী পুলিশ অফিসার নিরূপম নাগকে নিয়ে আলমগীরকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য গত পনেরই আগষ্ট রাতে স্বামী আলমগীর তার দ্বিতীয় স্ত্রী কল্পনাকে ছু'রিকাঘাত করে হ'ত্যা করে।