ময়মনসিংহ থেকে : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুল ইসলাম সুমন ওরফে ক'সা'ই সুমনকে গরুসহ গ্রে'ফতার করা হয়েছে।
মঙ্গলবার রাতে নেত্রকোনার কেন্দুয়া এলাকা থেকে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রে'ফ'তার করে। আরিফুল ইসলাম সুমন খান্দার গ্রামের মো. লাল মিয়া ওরফে লালু ক'সা'ইয়ের পুত্র।
শেরপুর গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুল ইসলাম সুমন ওরফে কসাই সুমন আন্তঃজেলা গরু চো'র সিন্ডিকেটের প্রধান। তাকে মঙ্গলবার নেত্রকোনার কেন্দুয়া এলাকা থেকে গ্রে'ফ'তার করা হয়েছে। তার বি'রু'দ্ধে ২০১৬ সালে ১০ মার্চ তারিখে নেত্রকোনার মোহনগঞ্জ ও গৌরীপুর থানায় ২০১৮ সালের ২৪ ডিসেম্বর আরও দুটি মা'ম'লার এজা'হা'রভূ'ক্ত আসামি।
এদিকে মঙ্গলবার রাতে ডৌহাখলা ইউনিয়নের ঝাউগাই গ্রামে মো. আবদুল জব্বারের পুত্র মো. মাসুদ রানার ৩টি গরু, মোমরুজ আলীর পুত্র মো. নাজিম উদ্দিনের ৩টি গরু ও মৃ'ত হাফিজ উদ্দিনের পুত্র মো. মুন্নাছ আলীর ৪টি গরু চু'রি হয়ে গেছে।
একই ইউনিয়নের নন্দীগ্রামে এক কৃষকের ৪টি গরু বৃহস্পতিবার রাতে চু'রি যাওয়ার সংবাদ পাওয়া গেছে। অপরদিকে সহনাটী ইউনিয়নে ৩ কৃষকের ৭টি গরু গত সপ্তাহে চু'রির সংবাদ পাওয়া গেছে।