রবিবার, ০৭ জুন, ২০২০, ০৯:৫১:৪৩

আল্লাহর রহমত ও মানুষের ভালোবাসা আমাকে ফিরিয়ে এনেছে : মেয়র সুমনের করোনা জয়

আল্লাহর রহমত ও মানুষের ভালোবাসা আমাকে ফিরিয়ে এনেছে : মেয়র সুমনের করোনা জয়

গফরগাঁও থেকে : 'শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার সময় ভেবেছি ভয়ঙ্কর করোনা হয়তো আমাকে আর ফিরে আসতে দেবে না। প্রিয় স্ত্রী, কন্যা ও পৌরবাসীর ভালোবাসা আর পাব না। কিন্তু আল্লাহর রহমত ও প্রিয় পৌরবাসীর ভালোবাসা আমাকে ফিরিয়ে এনেছে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া'-কথাগুলো বলেন ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার করোনা যো'দ্ধা মেয়র এসএম ইকবাল হোসেন সুমন।

তিনি টানা ১৮ দিন করোনার সাথে যু'দ্ধ করে আজ রবিবার ঢাকার কুর্মিটোলা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় ফিরেছেন। জ্বর, শরীর ব্যাথা জনিত কারণে গত ২০ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ মেয়র সুমনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবাইলোজি বিভাগে প্রেরণ করলে পজি'টিভ রিপোর্ট আসে। ২৫ মে হঠাৎ শ্বা'সক'ষ্ট বৃদ্ধি পেলে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে স্থা'নান্তর করা হয়।

সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, মেয়র সুমন একজন প্রকৃত জনপ্রতিনিধি ও করোনা যো'দ্ধা। শুরু থেকেই তিনি পৌরবাসীকে করোনা সং'ক্র'মণ থেকে বাঁচাতে মন-প্রাণ দিয়ে দিন রাত কাজ করেছেন। পৌর এলাকাকে জীবাণুমু'ক্ত করতে যেমন কাজ করেছেন তেমনি ঘরব'ন্দি কর্মহীন মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। আল্লাহর অশেষ রহমত ও পৌরবাসীর ভালোবাসায় তিনি সুস্থ হয়ে ফিরে এসেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে