মঙ্গলবার, ২৩ জুন, ২০২০, ১১:১০:২১

গোবড়াকুড়া সীমান্তে বিএসএফের গু'লিতে বাংলাদেশি যুবক নিহ'ত

গোবড়াকুড়া সীমান্তে বিএসএফের গু'লিতে বাংলাদেশি যুবক নিহ'ত

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটের গোবড়াকুড়া সীমান্তে বিএসএফের গু'লিতে আব্দুল জলিল (২৬) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহ'ত হয়েছেন। সে গোবড়াকুড়া গ্রামের মানিক মিয়ার ছেলে।

হালুয়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, সোমবার (২২ জুন) রাত থেকেই মানসিক ভারসাম্যহীন আব্দুল জলিল নি'খোঁজ ছিল। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে খবর আসে ভারতীয় সীমানায় নদীর ঢালে তার গু'লিবিদ্ধ লা'শ পড়ে আছে। ঘুরতে ঘুরতে ভারতীয় সীমানায় ঢুকে পড়লে বিএসএফের গু'লিতে সে মা'রা যায়।

বিজিবি’র কড়ইতলি কোম্পানী কমান্ডার আব্দুল মজিদ সাংবাদিকদের জানান, দুই দেশের বিএসএফ আর বিজিবি'র মধ্যে আলোচনা চলছে। লা'শটি দেশে আনার চেষ্টা চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে