ময়মনসিংহ থেকে : বাজারে বিক্রি করার জন্য মাছ ধ'রতে গিয়ে পুকুরে জাল ফেলার পর ধ'রা পড়ল আটটি সেলাইযুক্ত একটি রুই মাছ। এ ঘটনায় এলাকার আত'ঙ্কগ্র'স্ত হয়ে কবিরাজের পরামর্শে মাছটি বিক্রি না করে অন্য পুকুরে ছেড়ে দেয়। আজ রবিবার সকালে এ ধ'রনের ঘ'টনা ঘ'টেছে ময়মনসিংহের উচাখিলা ইউনিয়নের বীর চরোকোনা গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের রুপন আকন্দ (৫০) বাড়ির সামনে ৫০ শতক পরিমাণের একটি পুকুরে মাছ চাষ করে আসছেন দীর্ঘদিন ধ'রে। এই পুকুর থেকে মাঝে-মধ্যে মাছ বিক্রিও করেন। আকন্দ জানান, আজ রবিবার সকালে তিনি মাছ বিক্রি করার জন্য জেলে খবর দেন। পরে দুটি জাল নিয়ে জেলেরা পুকুর থেকে মাছ ধ'রতে থাকেন। একপর্যায়ে অন্যান্য মাছের সাথে ধ'রা পড়ে একটি রুই মাছ। সকলের চোখে পড়ে মাছের শরীরে উভয় দিকে ৮টি ছি'দ্র। আর প্রত্যেক ছিদ্রে সবুজ রঙের সুতা দিয়ে সেলাই করা হয়েছে। এই অবস্থায় মাছটি তরতাজা থাকলেও নড়াচড়া কম ছিল।
আকন্দ আরো জানান, মাছটি ধ'রার পর একধরনের আত'ঙ্ক বিরাজ হয়েছে। অনেকেই বলছেন, এটা এক ধ'রনের ষ'ড়য'ন্ত্র। আ'ধ্যা'ত্মিক লাইনে কবিরাজি করে কোনো ব্যক্তির ক্ষ'তি সাধন ছাড়াও মাছের ক্ষ'তি করার উদ্দেশ্যে করা হতে পারে। ঘ'টনাটি নিয়ে স্থানীয় এক কবিরাজের কথায় মাছটিকে জীবিত রাখতে অন্য একটি সচল পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই অবস্থায় মাছটি কতদিন বেঁচে থাকবে তা নিয়ে সন্দে'হ রয়েছে।