ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে সুলতানা বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার মুশলী ইউনিয়নের কাউয়ারগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
সুলতানা বেগম উপজেলার মুশলী ইউনিয়নের কাউয়ারগাতি গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী। সুলতানার দেড় বছর বয়সী ছেলে আছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, বুধবার সকালে স্বামী বাচ্চু মিয়ার সঙ্গে ঝগড়ার পর দেড় বছরের ছেলেকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন সুলতানা বেগম (৩৫)। সকাল পার হয়ে বিকেল হলেও দরজা আর খোলেননি। হঠাৎ শিশুর কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে দরজা ভেঙে দেখতে পান সুলতানা বেগম রশিতে ঝুলে আছেন।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে স্থানীয় দুই বাসিন্দা বলেন, সুলতানা বেগমের সঙ্গে প্রায়ই তার স্বামীর বিভিন্ন কারণে ঝগড়া হত। আজও ভোর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। তাছাড়া ওই বাড়িতে এর আগেও দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ওই দুটি ঘটনাই ছিল রহস্যজনক। কিন্তু কোনো ঘটনারই রহস্য উদঘাটিত হয়নি।
এ বিষয়ে নান্দাইল থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্য মামলা হয়েছে। তবে নিহতের পরিবারে মৃত্যু নিয়ে রহস্য থাকায় ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।