শুক্রবার, ০৪ জুন, ২০২১, ১০:৪৭:০৯

মুক্তিযোদ্ধাদের চায়ের বিল ৫০% ছাড় দেওয়ার ঘোষণা!

মুক্তিযোদ্ধাদের চায়ের বিল ৫০% ছাড় দেওয়ার ঘোষণা!

নিউজ ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুরে চা দোকানদার হারুন অর রশিদ (২৩) মুক্তিাযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি বিরল ভালবাসা ও সম্মান প্রদর্শন করছেন। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত তার দোকানে চা পান করতে আসা মুক্তিযোদ্ধাদের চায়ের বিল ৫০% ছাড় দেওয়ার ঘোষণা দেন।

হারুন অর রশিদ বলেন, দোকানের প্রচার নয়, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন করতে নিজের সামর্থ্যরে মধ্যে কিছু করার চেষ্টা করেছি। মুক্তিযোদ্ধারা দোকানে চা পান করতে আসলে নিজেকে ধন্য মনে করবো।

জানা গেছে, অভাবের তাড়নায় হারুনের পড়াশোনা বেশিদূর এগোয়নি। সংসারের হাল ধরতে ৬ বছর আগে গৌরীপুর পৌর শহরের ধান মহাল মহল্লায় ‘হারুন টি হাউজ’ নামে চায়ের দোকান খোলে সে। ব্যতিক্রমী সেবা ও প্রতি বছর সেরা চা গ্রাহকদের সম্মাননা দিয়ে ‘হারুন টি হাউজ’ বেশ পরিচিতি লাভ করে। এরই ধারাবাহিকতায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে এই ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেন হারুন।

বৃহস্পতিবার (৩ জুন) রাতে হারুন টি হাউজে চা চক্রের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে অতিথি থেকে মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ ও শহীদ পরিবারের সদস্য প্রবীণ সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা নিয়ে স্মৃতিচারণ করেন। এসময় অতিথিদের চা আপ্যয়নের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের চায়ের বিল ৫০% ছাড় দেওয়ার ঘোষণা দেন হারুন।

মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ বলেন, হারুনের আমন্ত্রণে সাড়া দিয়ে আমি তার দোকানে চায়ের আড্ডায় মিলিত হয়েছি। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও বিরল ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে সে যে উদ্যোগ নিয়েছেন সেটা অত্যন্ত প্রশংসনীয়।

হারুনের বাড়ি গৌরীপুর পৌর শহরের সতীষা মহল্লায়। সে ওই মহল্লার আব্দুল জব্বারের ছেলে। তাদের ছয় ভাই বোনের মধ্যে চার ভাইবোন বিয়ে করেছেন। বর্তমানে মা-বাবা ও অনার্স পড়ুয়া এক বোনকে নিয়ে হারুনের সংসার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে