ময়মনসিংহে বিকাশকর্মীর ১৪ লক্ষ টাকা ছিনতাই
মো: ইয়াসিন, গফরগাঁও, ময়মনসিংহের প্রাতিনিধি: গফরগাঁওয়ে শনিবার বেলা ১২টার দিকে ২ বিকাশকর্মীর মোটরসাইকেল থামিয়ে ১৪ লক্ষ টাকা ছিনিয়ে নেয় একদল ছিনতাইকারী। এ সময় ছিনতাইকারীরা ক্রিকেট খেলার স্ট্যাম দিয়ে পিটিয়ে বিকাশকর্মী মারুফ আহমেদ সুমন ও মোস্তাক আহমেদ খানকে পিটিয়ে আহত করে।
ঘটনাটি ঘটে উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী -বলদী কাজলার বন এলাকায়। পুলিশ ছিনতাইকারীদের ব্যবহৃত সিএনজি ও চালক রফিজ মিয়াকে আটক করে থানায় নিয়ে গেছে।
বেলা ১১টার দিকে বিকাশকর্মী মারুফ আহমেদ ও মোস্তাক আহমেদ ভালুকা উপজেলা স্কয়ার মাস্টারবাড়ি থেকে ১৪ লক্ষ টাকা নিয়ে গফরগাঁওয়ের মশাখালী বাজারে আসার পথে মুখী-মশাখালী সড়কের কাজলার বন এলাকায় ৬/৭ জনের ছিনতাইকারীদল সিএনজি যোগে এসে ওই দুই বিকাশকর্মীর মোটরসাইকেল থামায়।
পরে তাদের দুজনকে ক্রিকেট স্ট্যাম দিয়ে পিটিয়ে আহত করে সাথে থাকা বিকাশের ১৪ লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
বিকাশকর্মী মারুফ আহমেদ সুমন বলেন, কোন কিছু আচ করার আগেই সিএনজিযোগে আসা ৬/৭ জনের ছিনতাইকারী দল আমাদের মোটরসাইকেল থামিয়ে স্ট্যাম দিয়ে পেটাতে থাকে। এ সময় আমাদের সাথে থাকা ১৪ লক্ষ ছিনিয়ে নিয়ে চলে যায়।
উপজেলার পাগলা থানার ওসি চাঁন মিয়া বলেন, ছিনতাইয়ের সাথে জড়িত থাকার সন্দেহে সিএনজি চালক রফিজকে আটক করা
হয়েছে।
৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�