ময়মনসিংহ : একই স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু' পক্ষের কর্মসূচি ঘিরে চরম উত্তেজনা দেখা দিয়েছে। ফলে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহের নান্দাইল সদর উপজেলার বাসস্ট্যান্ড, শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় এই ১৪৪ ধারা বলবৎ থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নূর আলম বলেন, এ সময়ে কোনো ধরনের সভা-সমাবেশ ও মিছিল করা যাবে না। এলাকায় মাইকিং করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, কিছুদিন ধরেই সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আবদুস সালাম ও বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জের ধরে ২৩ জানুয়ারির এক সভায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। ফের শহীদ মিনারে উভয় পক্ষ সভা ডাকায় জারি করা হল ১৪৪ ধারা।
২৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস