রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:২১:১১

কে.বি উচ্চ বিদ্যালয়ে স্কুল সপ্তাহ শুরু

 কে.বি উচ্চ বিদ্যালয়ে স্কুল সপ্তাহ শুরু

মো. শাহীন সরদার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) হাই স্কুলে নানা আয়োজন মধ্য দিয়ে চার দিন ব্যাপী স্কুল সপ্তাহ শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কবুতর ও বেলুন উড়িয়ে স্কুল সপ্তাহের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. জহিরুল হক খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম জাকির হোসেন, স্কুলের প্রধান শিক্ষক ছৈয়দ রায়হান উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মো. দিলওয়ার হোসেনসহ ওই স্কুলের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। পরবর্তীতে স্কুলের ছাত্র-ছাত্রীদের তৈরী দেয়ালিকার পর্দা উত্তোলন করেন প্রধান অতিথি।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার চার দিন ব্যাপী ওই স্কুল সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে