মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৫৩:৩০

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জব ফেয়ার এন্ড ওয়ার্কশপ অনুষ্ঠিত

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জব ফেয়ার এন্ড ওয়ার্কশপ অনুষ্ঠিত

মেহেদী জামান লিজন, জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে  প্রথমবারের মতো ‘জব ফেয়ার এন্ড ওয়ার্কশপ অন ক্যারিয়ার প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট- ২০১৬’ অনুষ্ঠিত হয়।
হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘লেখা-পড়ায় ভালো করা প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত, তবে একমাত্র শর্ত নয়। এর সাথে বাস্তবতা বোধ থাকতে হবে। বাস্তবতা বোধ ছাড়া মেধাকে কাজে লাগানো যাবে না। বাস্তবতা বোধের মাধ্যমে মেধার বাস্তবায়ন শিখতে হবে, তবেই সফলতা আসবে।’ তিনি আরও বলেন, ‘চাকুরী খোঁজা নয়, অন্যকে চাকুরী দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। এর জন্য দরকার উদ্যম। আর এই উদ্যম আসবে দেশপ্রেম থেকে। দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, যেন বিদেশ থেকে বাংলাদেশে মানুষ কাজের সন্ধানে আসে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘জব ফেয়ার শিক্ষার্থীদের বিশেষ করে যারা মাস্টার্সের শিক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুব্রত কুমার দে। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ‘জব ফেয়ার শুধু চাকুরী দেয়া বা নেয়ার জন্য নয়, ক্যারিয়ারের প্ল্যান করতে সাহায্য করে।’
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো: আশরাফুল আলম, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মো: শফিকুল ইসলাম এবং প্রাণ গ্রুপের এইচ.আর.এম বিভাগের সাব এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো: কাইয়ুম হোসেন।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে