মেহেদী জামান লিজন, জাককানইবি প্রতিনিধিঃ ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুইদিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ শনিবার সন্ধ্যায় ‘চুরুলিয়া’ মঞ্চে সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ভাষা ও দেশের গান পরিবেশিত হয়। সংগীতানুষ্ঠান শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহর রাত ১২:০১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, ট্রেজারার প্রফেসর এ.এম.এম শামসুর রহমান, সকল অনুষদের ডীন, সকল বিভাগীয় প্রধান, দুই আবাসিক হলের প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ, শিক্ষক সংগঠন, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব), কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ,বিশ্ববিদ্যালয় ছাত্রসমাজ, সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন।
২১ ফেব্রুয়ারি বেলা ৩:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ । অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কোষাধ্যক্ষ প্রফেসর এ.এম.এম. শামসুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন. প্রফেসর ড. সুব্রত কুমার দে, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. হাবিবুর রহমান, কলা অনুষদের ডীন ও প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুব হোসেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০১৬ উদ্যাপন কমিটি’র আহ্বায়ক প্রফেসর ড. মো: মাহবুব হোসেন, সদস্য-সচিব ড. মোঃ সাইফুল ইসলাম ।
সবশেষে থিয়েটার এ- পারফরমেন্স স্টাডিজ বিভাগের পরিবেশনায় নাটক “ইঁদারা" অনুষ্ঠিত হবে।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস